কসবায় জেলা তথ্য ও গণসংযোগ অধিদপ্তরের উদ্যোগে করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক, লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়।
আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জনগুরুত্বপূর্ণ এলাকা কসবা পৌর সদরে সীমান্ত কমপ্লেক্সের সামনে দৈনিক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিসার মো. আসাদুজ্জামান কাউছার এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহআলম চৌধুরী ও অর্থ সম্পাদক মো. অলিউল্লাহ সরকার অতুলসহ জেলা তথ্য অফিসের কর্মকর্তা, কর্মচারি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।