ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কেরামবোর্ড জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। এ ঘটনায় ইনজামুল হক ভূইয়া (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাতে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের হরিয়াবহ গ্রামে।
আহতরা হলো, হরিয়াবহ গ্রামের হাবিল খানের ছেলে আল আমিন, হাবিল খা’র ছেলে সাদ্দাম মিয়া, নুরু খা’র ছেলে শাহআলম মিয়া, শাহআলম মিয়ার ছেলে মিন্টু মিয়া ও সোহাগ মিয়া এবং হাবিল খানের মেয়ের জামাই রুবেল মিয়া। এদের মধ্যে গুরুতর আহত আল আমিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এবং আলআমিনের ভগ্নিপতি রুবেল মিয়াকে কুমিল্লায় আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে কসবা হাসপাতালে জাকির হোসেন মেম্বারের রক্তক্ষরন দেখে তার ছেলে ইনজামুল হক হিতাহিত জ্ঞান হারিয়ে হরিয়াবহ গ্রামের পল্লী চিকিৎসক মাসুদ খান (৩৫) কে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশের সামনেই ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে । পুলিশ ঘটনাস্থল থেকে জাকির মেম্বারের ছেলে ইনজামুল হককে আটক করে। গতকাল মঙ্গলবার সকালে তাকে বিচারিক হাকিমের আদলতে সোপর্দ করে।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর ভূইয়া গতকাল মঙ্গলবার সকালে জানান, কেরামবোর্ড খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়। রাতে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে আসা এক পল্লী চিকিৎসক হামলার শিকার হয়। এঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে।