সম্মেলনের এক মাস সাত দিন পর ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌরসভা আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। মো. শফিকুল ইসলামকে সভাপতি ও মো. রুস্তম খাঁকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। শনিবার (৭ মে) কসবা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক, স্থানীয় সংসদ সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
গত এক এপ্রিল কসবা তফাজ্জল আলী (টি.আলী) কলেজ মাঠে কসবা পৌরসভা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে কসবা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামকে সভাপতি এবং কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রুস্তম খাঁকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তাদেরকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।