1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

কসবায় কালবৈশাখীর তান্ডবে বাড়ি-ঘর লণ্ডভণ্ড ॥ একই পরিবারে ৩জন আহত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে


কসবা উপজেলা বাদৈর ইউনিয়নের হাতুরাবাড়ি গ্রামে গত শুক্রবার (১৩ মে) সন্ধায় কালবৈশাখীর ঝড়ে প্রায় ৩০টি ঘর-বাড়ি ধুমরে মুচড়ে গেছে। একই পরিবারের ৩ জন আহত হয়েছে। ফলজ বনজ গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি ক্ষতিগ্রস্থ পরিবারের খবরাখবর নেন এবং ফোন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে শান্তনা দেন। ক্ষতিগ্রস্থ পরিবারকে আইনমন্ত্রীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারে মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আহতরা হলেন হাতুরাবাড়ি গ্রামের মো: ইকবাল হোসেন (৫২), তার স্ত্রী ও তার ছেলের বৌ।
সরেজমিনে গিয়ে জানা যায়, ওইদিন সন্ধ্যায় একটি আগুনের কুন্ডালী আকৃতি ধেয়ে আসতে দেখা যায়। কোনো কিছু বোঝার আগেই নিমেশেই চারপাশ লন্ডভন্ড হয়ে যায়। অনেক ফলজ, বনজ গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিপন আহমেদ ভুইয়া ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e