ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মুলগ্রাম ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করছে। গতকাল মঙ্গলবার (১৭ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীসহ ১০জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন এবং সাধারণ সদস্য পদে ৪৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।
নির্বাচনের রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কসবার মূলগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৫জুন অনুষ্ঠিত হবে। ভোট হবে ইভিএমে। মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ১০জনসহ ৬৬জন প্রার্থী মনোনয়নপত্র দালিখ করেছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই বাছাই এবং ২৬ মে প্রত্যাহারের শেষ দিন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মঈনুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা কামাল খান, আবদুল আওয়াল মাসুম, জাতীয় পার্টির প্রার্থী আজাদ মহসীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. দেলুয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান, মো. পান্না, শহিদুল, মো. জুলহাস।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ নং ওয়ার্ড থেকে দুইজন, ২ নং ওয়ার্ড থেকে চারজন এবং ৩ নং ওয়ার্ড থেকে চারজন মনোনয়নপত্র দাখিল করেছে। এ ছাড়াও সাধারণ সদস্য পদে ৯টি ওয়ার্ডে ৪৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মুলগ্রাম ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১০টি নির্বাচন কেন্দ্র রয়েছে। ভোটার সংখ্যা ২৪ হাজার ৪৫৭জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৪৯৩জন এবং মহিলা ভোটার সংখ্যা ১১ হাজার ৯৬৪জন।
কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ জাসিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ থেকে দলীয় ভাবে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। মামলা সংক্রান্ত জটিলতায় থাকায় ওই ইউনিয়ন পরিষদের নির্বাচন হতে দেরি হচ্ছে।
কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী বলেন, এ এলাকার সংসদ সদস্য ও আইন মন্ত্রী আনিসুল হকের উপস্থিতিতে আওয়ামী লীগের বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক কসবা উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ থেকে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও জনগনের ভোটে নির্বাচিত হবেন। সম্প্রতি কসবার সাত ইউনিয়নের সাধারণ নির্বাচনেও কাউকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি।