কসবা উপজেলায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো; গৌরাঙ্গুলা গ্রামের আবদুল খালেকের ছেলে ইকবাল হোসেন (৪০) এবং নোয়াগাঁও গ্রামের আমির হোসেনের ছেলে জসিম মিয়া (২৭) ও জসিম মিয়ার স্ত্রী নিলিমা আক্তার (মিশু) (২৫)।
কসবা থানা সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বায়েক ইউনিয়নের গৌরাঙ্গুলা গ্রাম থেকে ২৪ কেজি গাঁজাসহ ইকবাল হোসেনকে গ্রেফতার করে। অপরদিকে বুধবার (৬জুলাই) রাতে উপজেলর পানিয়ারূপ-কাঠেরপুল সড়কের বিলঘর নামক স্থান থেকে ৪ কেজি গাঁজাসহ জসিম ও নিলিমাকে গ্রেফতার করা হয়েছে।
কসবা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মহিউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইকবাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ৩জনকে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।