1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

কসবায় অসহায় ৫ হাজার পরিবারের মাঝে কোরবানীর মাংস বিতরণ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৯৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের বুগিরসহ আশ-পাশের গ্রামগুলোতে ঈদুল আযহা উপলক্ষে ৫ হাজার দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রায় ৪ কোটি টাকা মূল্যের কোরবানীর মাংস ও আর্থিক সহায়তা প্রদান করেন ঢাকার এক ব্যবসায়ী। এ ঘটনায় পুরো কসবা উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানায় এত বড় কোরবানীর আয়োজন এ এলাকায় এটিই প্রথম।
সরেজমিনে গিয়ে জানা যায়, বুগির গ্রামের মুবারক হোসেনের বাড়িতে তার মেয়ের জামাতা ঢাকা ওয়ারীর ব্যবসায়ী মো. রাসেদুল হাসান মুকুল প্রায় চার কোটি টাকা মুল্যের ৩৪ টি বিদেশী বড় জাতের গরু ও ৩টি মহিষ কোরবানী করেন। এর মধ্যে পুতুল ও রজব ব্রাদার্স নামে দুটি গরু রয়েছে যার মূল্য ৯০ লক্ষ টাকা। তাছাড়া ব্রাউন কালারের বিরল প্রজাতীর একটি মহিষও রয়েছে। তিনি প্রতি পরিবারের মাঝে ৫ কেজি মাংস ও নগদ ৫০০ টাকা করে প্রায় ৫ হাজার পরিবারের মাধ্যে এসব বিতরণ করেন। এদিকে ব্যবসায়ী রাসেদুল হাসান মুকুলের সাথে সাংবাদিকরা কথা বলতে চাইলে এ বিষয়ে তিনি কথা বলতে রাজি হননি। তার শশুর মুবারক হোসেন জানান, তার জামাতা ইসলামের শরিয়াহ মোতাবেক দুঃস্থ ও অসহায় পরিবারকে সহায়তা করছেন সে নিজের নামের জন্য করছেন। তাই তিনি নাম প্রকাশে অনিচ্ছুক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e