কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারের জীবন মার্কেটের সামনে পাকা রাস্তা থেকে গত বুধবার ২ কেজি গাঁজা ও মোটারসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে মোঃ বিল্লাল হোসেন (২৭) কে গ্রেফতার করেছে। গাঁজা বহনকারী একটি মোটরসাইকেলও আটক করা হয়েছে।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন সত্যতা শিকার করে বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কসবা থেকে মাদক নির্মূল করাই আমার বর্তমান লক্ষ্য।