কসবায় গাঁজাসহ ৩ মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে অভিযান চালিয়ে কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রাম থেকে ২ জন ও চৌমুহনী বাসষ্ট্যান্ড থেকে ১ জনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি ভারতীয় গাজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, উপজেলার নয়নপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে আবু কাউছার (২১), পাশ্ববর্তী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিন চানলা পদুয়া গ্রামের মৃত দানু মিয়ার ছেলে মফিজ মিয়া (২৬) ও চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের ভিকু মন্ডলের ছেলে নুরুল ইসলাম। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, জেলা পুলিশ সুপার আনিসুর রহমানের নির্দেশনায় উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।