1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

কসবায় মুজিব বর্ষ উপলক্ষে প্রধানন্ত্রীর বিশেষ উদ্যোগ ভূমিহীনদের জন্য ১০৪টি ঘর প্রস্তুত

কসবা (ব্রা‏‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ১৪৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

কসবায় মুজিব বর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে হস্তান্তরের জন্য প্রস্তুত করা হয়েছে ১০৪টি পাকা ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে এসব ঘর নির্মাণ করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি ও গৃহপ্রদানের উদ্বোধন করবেন বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলায় দুই হাজার ভূমিহীন পরিবার রয়েছে। এদের মধ্যে থেকে প্রথম পর্যায়ে ১০৪টি ভূমিহীন পরিবারের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। তাদের মধ্যে বায়েক ইউনিয়নে ৯৬টি এবং কাইমপুর ইউনিয়নে রয়েছে আটটি। ওই ভূমিগুলির মধ্যে থেকে গত বৃহস্পতিবার ৭১টি পরিবারের জন্য ভূমি হস্তান্তর বন্দোবস্ত দলিল করা হয়েছে। আজ রোববার ৩৩টি পরিবারের মধ্যে দলিল হস্তান্তর করার কথা রয়েছে। আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী জমি ও গৃহপ্রদানের উদ্বোধন করার পর ওইদিনই তাদের কাছে দলিল ও গৃহের দখল বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে।
কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম বলেন, কসবায় দুই হাজার ভূমিহীন রয়েছে। তাদের মধ্যে থেকে প্রথম পর্যায়ে ১০৪টি ভূমিহীন পরিবারের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের জন্য শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকী রয়েছে। পর্যাক্রমে বাকী ভূমিহীনদের ঘর নির্মাণ করে দেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e