1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

কসবায় ফখর উদ্দিন আহাম্মদ খানকে আহ্বায়ক ও শরীফুল হক স্বপনকে সদস্য সচিব করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ২২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

কসবা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত সোমবার রাতে ব্রা‏হ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক মো. জিল্লুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে ব্রা‏হ্মণবাড়িয়া বার কাউন্সিলের সাবেক সভাপতি ও কসবা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফখরুদ্দিন আহাম্মদ খানকে আহবায়ক এবং উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শরীফুল হক স্বপনকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে সম্মানীত সদস্য করা হয়েছে সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো. ইলিয়াস, সাধারণ সম্পাদক মো. ইকলিল আজম, সাংগঠনিক সম্পাদক মো. শরীফূল ইসলাম ভূইয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ওসমান হারুনুর রশিদ, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. সানাউল্লাহসহ ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করা হয়েছে।
কসবা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মো. ইকলিল আজম বলেন, এ কমিটি বিএনপির ত্যাগী নেতাদের বাদ দিয়ে করা হয়েছে। এতে করে সিনিয়র এবং জুনিয়র না মেনে কমিটি ঘোষণা করা হয়েছে। মূল্যায়ন করা হয়নি বিএনপির নিবেদিত কর্মীদৈর।
কসবা উপজেলা বিএনপির নতুন কমিটির আহবায়ক মো. ফখর উদ্দিন আহাম্মদ খান বলেন, বিএনপি একটি বড় দল। এতে প্রতিদ্বন্ধিতা থাকবেই। দ্রুত সময়ের মধ্যে আহবায়ক একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। তবে কাউকে বাদ দিয়ে নয়। সবাইকে নিয়ে ওই কমিটি গঠন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e