জনতা ব্যাংক লিঃ কসবা শাখার ক্যাশিয়ার ভুল করে বেশি দেয়া ৬৮ হাজার টাকা ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা কাব স্কাউট লিডার উম্মেহানী। টাকা ফিরে পেয়ে খুশিতে আত্মহারা ক্যাশিয়ার ও ব্যাংক ম্যানেজার। উম্মেহানী কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের।
উপজেলা কাব লিডার উম্মেহানী জানান, গত সোমবার (২২ ফেব্রæয়ারি) জনতা ব্যাংক কসবা উপজেলা শাখা থেকে ৩০ হাজার টাকা তার ব্যাংক হিসাব থেকে উত্তোলণ করেন। ব্যাংকের টাকা গুনতে হয়না তাই ভেভে যথারীতি টাকা নিয়ে উম্মেহানী গ্রামের বাড়ি শান্তিনগর উত্তর শিমরাইল চলে যান। মাটি কাটার খরচ মেটানোর সময় দেখতে পান তার টাকার বান্ডেলে ৬৮ টাকা বেশি রয়েছে। তার মোবাইল মেসেজ চেক করে দেখেন ৩০ হাজার টাকাই উত্তোলণ করা হয়েছে। তাই আজ মঙ্গলবার (২৩ ফেব্রæয়ারি) সকালে টাকা ফেরত দিতে ব্যাংকে আসেন।
ব্যাংক ম্যানেজার মো. আবদুল মজিদ বলেন, সন্ধ্যার সময় যখন ক্যাশ মিলাতে ৬৮ হাজার টাকা গড়-মিল দেখে আমি চিন্তায় পরে গিয়েছিলাম। এখনো দেশে অনেক ভালো মানুষ আছেন। অমি স্কাউটার উম্মেহানীর সততায় অভিভ‚ত।
টাকা ফেরত দেয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (আইসিটি) ও সাংবাদিক মো. অলিউল্লাহ সরকার অতুল, জনতা ব্যাংক সহকারী ম্যানেজার ফেরদৌস রায়হান, উম্মেহানীর স্বামী আবদুল আউয়াল মারুফ।