1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

নারীর কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাই

হেদায়তুল, নয়ন (বগুড়া) আদমদীঘি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ১১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক নারীর কান ছিঁড়ে স্বর্ণের দুল নিয়ে গেছে ছিনতাইকারীরা। স্থানিয় একটি চিকিৎসালয়ে রহিমা বেওয়া (৬৫) নামে ওই নারীর কানে ৬টি শেলাই দিতে হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টায় উপজেলার সান্তাহার পৌর এলাকার সুতাপট্টি মহল্লায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে মাত্র দেড় ঘন্টার ব্যবধানে তিন জনকে আটক করেছে।

পুলিশ ও ওই নারীর পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার দমদমা গ্রামের উত্তরপাড়ার মৃত কছির প্রামানিকের স্ত্রী রহিমা বেওয়া পেনশনের টাকা তুলতে সান্তাহার ভ্যান স্ট্যান্ডে গাড়ি থেকে নেমে পুরাতন বাজারে ছেলে সিদ্দীকের দোকানে যাচ্ছিলে ইতিমধ্যে সান্তাহার পৌর শহরের সুতাপট্টি মহল্লার গলি অতিক্রম করার সময় কয়েকজন ছিনতাইকারী তার সামনে এসে তার বাম কানের দুলে টান দেয়। তার কানের লতি ছিঁড়ে দুলটি নিয়ে দ্রæত পালিয়ে যায়। এতে তার কান থেকে রক্ত ঝরতে থাকে। স্থানিয় একটি চিকিৎসালয়ে চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে নেয়া হয়েছে।

এরপর ফাঁড়ি পুলিশ পৌর শহরে অভিযান চালিয়ে রতন, আটুল ও শহীদ নামের তিন জনকে আটক করেছে। তবে স্বর্ণের দুল এখনো উদ্ধার করা যায় নি।ওই নারীর ছেলে সিদ্দীক হোসেন জানান, ছিনিয়ে নেয়া তার মায়ের কানের দুলের ওজন ছিল আট আনা। যার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকার মতো। বর্তমানে তার মায়ের আতঙ্ক কাটছে না।  

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান, ওই নারীর দেয়া ঘটনার বিবরনে প্রাথমিক ভাবে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e