বৃহস্পতিবার দুপুর ১২ঃ০০ঘটিকায় রাজারহাট মডেল প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিমের দেওয়া ঈদ উপহার কিছু অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।তার দেওয়া উপহার সামগ্রীর মধ্যে ছিলো ১০কেজি চাউল,১কেজি আটা,১কেজি চিনি,১/২লিটার তেল,১কেজি লবণ,১কেজি মসূর ডাল ও ১কেজি সুজি।ঈদ উপহার সামগ্রী পেয়ে ভুক্তভোগীরা রাজারহাট মডেল প্রেসক্লাবের মাধ্যমে রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার নুরে তাসনিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।ঈদ উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজারহাট মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাকিম সবুজ ও সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা,সহ সভাপতি আব্দুর রফিক,যুগ্ন সম্পাদক হামিদুল ইসলাম,দপ্তর সম্পাদক জাকারিয়া খান বিটন,কোষাধ্যক্ষ আব্দুর রউফ,রাজারহাট মডেল প্রেসক্লাবের উপদেষ্টা অজয় কুমার সরকার সহ মনিরুল ইসলাম ও শরৎ চন্দ্র রায় প্রমুখ।