টানা ১৪ দিনের সর্বাত্মক কঠোর লকডাউন শেষে পটুয়াখালীতে সারা দেশের ন্যায় শুরু হয়েছে দূরপাল্লাসহ অভ্যন্তরীন রুটের বাস ও লঞ্চ চলাচল।
শুরু থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে ছেড়ে যায় ঢাকাগামী পরিবহন। এসব গনপরিবহনে পুরোপুরি মানা হয়নি স্বাস্থ্যবিধি। বাসের সম্মুখ্য স্থানে রাখা হয়নি হ্যান্ড স্যানিটাইজার। অনেক যাত্রীই ব্যবহার করেনি মাক্স। তবে বাসে অর্ধেক যাত্রী পরিবহন করতে দেখা গেছে। এদিকে ওইদিন বিকালে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বেশ কয়েকটি লঞ্চ । লঞ্চ শ্রমিকরা ধোয়া মোচাসহ লঞ্চ চলাচলের সকল প্রস্তুতি সম্পন্ন করেই লঞ্চ চলাচল শুরু করেছেন।
এ বিষয়ে বি.আর.টি.সি এর কাউন্টার ইনচার্জ ও জেলা জাতীয় যুব শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহীন মৃধা বলেন, ‘টানা ১৪ দিনের লকডাউন শেষে বাস চলাচল শুরু হয়েছে। আমরা শতভাগ স্বাস্থ্যবিধি রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। তবে আমাদের একার পক্ষে স্বাস্থ্যবিধি রক্ষা করা সম্ভব নয়।স্বাস্থ্যবিধি রক্ষায় যাত্রীদের ইতিবাচক পদক্ষেপ প্রয়োজন।অনেক যাত্রীই বলছেন ‘ ভাড়া কম দেই পাশে অন্য একজনকে সীট দিন ‘। তবে আমরা সেটা করছি না। সরকারের সকল বিধিনিষেধ সঠিকভাবে পালন করেই আমরা সকল কার্যক্রম পরিচালনা করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।