1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের এক বছর পূর্ণ

এনামুল হক(বিপ্লব), রাজারহাট ( কুড়িগ্রাম)
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ১৪৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম মহোদয়ের ইউএনও হিসেবে অত্র উপজেলায় দায়িত্ব গ্রহন করার এক বছর পূর্ন হল। দায়িত্ব গ্রহন করার পর ইউএনও হিসেবে ওনার সফলতার পাল্লাই ভারী। একজন নারী হিসেবে ওনি সরকারের কোন কাজে কখনো ব্যর্থ হননি। উপজেলা প্রশাসনের সবকিছুই তিনি নিজের মত করে সাজিয়ে নিয়েছেন। সকল কাজে সততার সহিত করেছে।ধৈর্য্য- সাহস ও নীতি- নৈতিকতা নিয়ে রাজারহাট উপজেলার সকল শ্রেণি- পেশার মানুষের নিকট ইউএনও হিসেবে সফলতা অর্জন করে যাচ্ছেন। ওনার স্বচ্ছ কাজ গুলোকে দেখে উপজেলার সুশীল সমাজের মানুষজন মুগ্ধ। সরকারি যেকোন ধরনের কাজে কোন অনিয়মের অভিযোগ কানে পৌঁছা মাত্রই তিনি ঘটনাস্হলে ছুঁটে যান। এ রকম একজন নির্লোভ ইউএনও পাওয়া রাজারহাটবাসির ভাগ্য। আর হ্যা কাজ করলে ভাল মন্দ ভুল, ত্রুটি মানুষের মধ্যেই হবে। তবে শতকরা কাজের মধ্যে তিনি একজন নারী হিসেবে ৯৫ ভাগ কাজে সফলতা অর্জন করেছেন। এদিকে কোভিড-১৯ এর মহামারী প্রাদূর্ভাব চলছে, ওদিকে মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত মুজিববর্ষে সরকারি খাস জমি উদ্ধার পূর্বক গৃহহীনদের ঘর নির্মাণ করা। দুইদফায় সফলভাবে তিনি রাত দিন নিরলসভাবে কাজ করেছেন। 

১জুলাই করোণা মহামারীর তৃতীয় ঢেউয়ে সরকার ঘোষিত যে কঠোর লকডাউন আসে,একজন নারী ইউএনও হিসেবে,সে কঠোর লকডাউন বাস্তবায়ন করার লক্ষ্যে জনগণকে সচেতন করা বাজারে বাজারে গিয়ে মাক্স বিতরণ করা জনসমাগম বিচ্ছিন্ন করা সময় মত দোকানপাট বন্ধ করে দেওয়া সহ জীবন বাজি রেখে রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন এই রাজারহাট উপজেলা বাসির জন্য। এরকম একজন নির্লোভ ইউএনও ই পারেন রাজারহাট কে উন্নত মডেল উপজেলা হিসেবে তৈরি করতে।

উপজেলা নির্বাহী অফিসার

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e