বাংলাদেশী সংবাদকর্মীদের সমন্বয়ে প্রথমবারের মত কুয়েত প্রবাসী সংবাদ কর্মীদের নিয়ে গঠিত হল বাংলাদেশ প্রেসক্লাব। দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে গত ১৬ জুলাই স্থানীয় সময় বিকেল ২টায় কুয়েতের ফরওয়ানিয়া এলাকায় আল হেনা হল রুমে বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত- এর দ্বিবার্ষিক সম্মেলন ও কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকরা নির্বাচনে ভোট দেন। পরে নির্বাচন কমিশনার পদক্ষেপ পত্রিকার সম্পাদক আল-আমিন চৌধুরী স্বপন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। প্রেসক্লাব প্রতিষ্ঠার পর নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এনটিভির কুয়েত প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক বাংলা টিভি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি আ.হ জুবেদ। অন্যান্যদের মধ্যে কমিটিতে সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন সময় টিভির শরিফ মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডিবিসির মোহাম্মদ হেবজু মিয়া। এছাড়া সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন মাই টিভির আল আমিন রানা মাই টিভি, যুগ্ম সম্পাদক একাত্তর টিভির সাদেক রিপন, মহিলা সম্পাদক জয়যাত্রা টেলিভিশনের নাসরিন আক্তার মৌসুমী, আন্তর্জাতিক সম্পাদক আনন্দ টিভির মোঃ সেলিম হাওলাদার, অর্থ সম্পাদক গাজী টিভির মহিউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক দৈনিক জাতীয় বিশ্ব মানচিত্রের আলাল আহমেদ, সহ-আপ্যায়…