কুষ্টিয়াতে করোনা এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে কোরোনার থাবাতে কুষ্টিয়া আজ থমকে গেছে প্রতিদিন মৃত্যু হচ্ছে ।আর ঠিক এই সংকটাপন্ন সময়ে বেসরকারি প্রতিষ্ঠান দিশা বিভিন্ন সময়ে নানা রকম উপকরণ দিয়ে কুষ্টিয়া বাসীকে কখনো খাদ্য দিয়ে আবার কখনো করোনার নানা রকম উপকরণ দিয়ে সাহায্য করছে । করোনা রোগীদের চিকিৎসা সহায়তায় আবারো এগিয়ে এসেছে দেশের অন্যতম বেসরকারী উন্নয়ন সংস্থা দিশা। কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা রোগীদের সার্বক্ষণিক নিবিঢ় পর্যবেক্ষনের জন্য ৫ টি মাল্টিপারপাস পেসেন্ট মনিটর প্রদান করেছে দিশা। আজ সকালে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দিশার পক্ষ হতে এসব চিকিৎসা সরঞ্জামাদি হস্তান্তর করা হয়।
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুষ্টিয়ার তত্ত্বাবধায়ক ডাক্তার এম এ মোমেন ৫ টি পেসেন্ট মনিটর গ্রহণ করেন। এসময় দিশার ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পেসেন্ট মনিটর গ্রহণ করে হাসপাতালের ততত্ত্বাবধায়ক বলেন, এটি করোনা রোগীদের চিকিৎসা কার্যক্রমে নিবিঢ় পর্যবেক্ষনে সহায়ক হবে এবং করোনা চিকিৎসাকে আরো বেগবান করবে। ইতিপূর্বেও করোনা চিকিৎসায় দিশার পক্ষ হতে বাইপাপ মেশিন প্রদান করা হয়েছে। এছাড়াও কুষ্টিয়ার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আবাসনের ব্যবস্থা করেছিলো বলে তিনি দিশার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।