ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মজলিশপুর গ্রামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে অস্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেছে সুমন মিয়া(৩৫) নামক এক যুবক।সুমন মজলিশপুর গ্রামের ফজলুল করিমের পুত্র।এব্যাপারে কসবা থানায় মেয়ের মা বাদী হয়ে মামলা করেছেন। থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায় গত রবিবার সকালে অভিযুক্ত সুমন ওই মেয়েটিকে মিথ্যা কথা বলে সড়কের পাশে একটি স্কুলের কক্ষে ঢুকিয়ে তার মুখে কাপড় চাপা দিয়ে ধর্ষন করে। কাউকে এবিষয়ে জানালে মেয়েটিকে খুণ করা হবে বলে ঘোষণা করে।ফলে বাড়িতে গিয়ে মেয়েটি চুপ হয়ে যায়।মেয়েটি হঠাৎ নিরব হয়ে যাওয়ায় বাড়ির সকলের সন্দেহ হয়।পরে চাপ দিয়ে ধর্ষনের তথ্য জানতে পারে। মেয়েটির মা রবিবার রাতে ধর্ষক সুমনের বিরুদ্ধে মামলা দাখিল করেছে।কসবা থানা অফিসার্স ইনচার্জ এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।