কুষ্টিয়ার আইলচারা মোড়ে ট্রাক-মোটর সাইকেল দূর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছে। একজনের অবস্থা আশংকাজনক। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকালে কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের বড় আইলচারা বাক্সব্রীজ মোড়ের বাঁকে এ দূর্ঘটনা ঘটেছে।
ট্রাকটি আলমডাঙ্গা থেকে আসছিলো আর মোটর সাইকেলটি আলমডাঙ্গার দিকে যাচ্ছিলো। এ ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়েছে। আহতরা কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের সুগন্ধী গ্রামের।