ক্ষুধা হবে নিরুদ্দেশ’ শেখ হাসিনার বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়ন পরিষদে অসহায়দের মাঝে চাউল বিতরণ অনুষ্ঠিত। পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিধি মেনে ভিজিএফ ও জিআর কার্ডে জন প্রতি ১০ কেজি চাউল বিতরণ করা হয়।
চাউল বিতরণের শুভ উদ্ধোধন করেন ধুবইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন। তিনি বলেন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন ও উপজেলার নির্বাহী অফিসার এর সাথে কথা বলে তাদের অনুমতিক্রমে স্বাস্থ্য বিধি মেনে সকলকে তাদের প্রাপ্য চাউল দেওয়া হয়েছে।
উক্ত চাউল বিতরণকালে পরিদর্শন করেন মিরপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা ও ধুবইল ইউনিয়নের ট্যাগ অফিসার আহসান রেজা সাগর।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য (১,২,৩ ওয়ার্ড) ফেরদৌসী আরা, ১ নং ওয়ার্ড সদস্য আসলাম হোসেন, ৩ নং ওয়ার্ড সদস্য শাহজামাল বরুন, ৪ নং ওয়ার্ড সদস্য মছের আলী, ৭ নং ওয়ার্ড সদস্য শাহাজুল ইসলাম, হিসাব সহকারী রেজা আহাম্মেদ জয় ও উদ্যোক্তা রাকিবুল ইসলাম রাজু প্রমূখ।
উল্লেখ, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই মহামারী দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাড়াতে এই উদ্যোগ গ্রহন করেছেন। উক্ত ইউনিয়নে ভিজিএফ কার্ডে ১৯০ জন ও ত্রান জিআর কার্ডে ১০০ জন ভুক্তভোগী এর আওতাধীন ছিলো। সঠিক ভাবে ডিজিটাল (মাপ ওজনে) শুরু থেকে শেষ পর্যন্ত চেয়ারম্যান ও ট্যাগ অফিসার তদারকি করেন। প্রত্যেকে এই চাউল পেয়ে সন্তুুষ্টি প্রকাশ করেন।
এতে সার্বক্ষনিক সহযোগিতা করেন পরিষদের গ্রাম পুলিশ রানা আহামেদ (দফাদার), আঃ আলীম, মিঠুন আলী, ইনতিয়াজ আলী, মামুন আলী, কহিদুল খান, এনামুল জোয়ার্দ্দার, মনিরুল ইসলাম, ময়না খাতুন। কোভিড-১৯ পরিস্থিতিতে সরকারি নির্দেশনায় স্বাস্থ্য বিধি মেনে শৃঙ্খলার সাথে চাউল বিতরণের কাজ শেষ হয়।
এসময় কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলে জানা গেছে, এই মহামারী সময়ে আমরা গ্রামের মানুষ অসহায়ভাবে দিন পার করছি। আমাদের কষ্টের কথা ভেবে চেয়ারম্যান মামুন তার অসুস্থ বাবা-মাকে ঢাকায় চিকিৎসাধীন রেখে ছুটে এসেছেন গ্রামে। তার এই মানবিকতা আমাদের মনে থাকবে। তিনি একজন মানবিক চেয়ারম্যান। সুখে দুঃখে সব সময় চেয়ারম্যানকে তারা পাশে পেয়েছেন বলে জানান।