১৯ জুলাই সোমবার জেলা প্রশাসকের পক্ষ থেকে রাজারহাট উপজেলা নির্বাহি অফিসার নুরে তাসনিম হরিশ্বর তালুক বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের একশত শিক্ষার্থীদের মাঝে পাঁচশত টাকা করে বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকলিমা বেগম। তাছাড়া সাংবাদিক শিক্ষক এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাজারহাট উপজেলার নির্বাহি অফিসার নুরে তাসনিম সাংবাদিকদের বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবন্ধীদের মুখে সামান্য হাসি ফোটানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার, কুড়িগ্রাম জেলা প্রশাসক এর পক্ষ থেকে বিতরণ করা হয়। উপহার সামগ্রী পেয়ে তারা জেলা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজারহাট উপজেলা বাসির সকল মুসলিম ভাইদের মাস্ক পরে দূরত্ব বজায় ও স্বাস্থ্য বিধি মেনে ঈদগাহ মাঠে নামাজ আদায় করার জন্য বলেন।