1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতির ওপর সন্ত্রাসী হামলা

মোঃ কামরুজ্জামান, কুষ্টিয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ১০৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আতিকুর রহমান অনিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

বুধবার ২১ জুলাই আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের কলেজ মোড় এলাকায় সভাপতির বাড়ির সামনে ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী দেশিয় অস্ত্র দিয়ে অনিকের উপর অতর্কিত হামলা চালায়। এসময় স্থানীয়ারা গুরুতর আহত অবস্থায় অনিককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এঘটনায় জেলা ছাত্রলীগ সভাপতি অনিক সহ দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। এঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ বলেন, জেলা ছাত্রলীগের প্রেসিডেন্টকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা করে। রাত সাড়ে ১০টার দিকে কলেজ মোড় এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীদের আঘাতে অনিকের মাথা, হাত, বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও আশরাফুল আলম বলেন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি অনিকের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত করা হয়েছে। মাথায় কয়েকটি সেলাই লেগেছে। আমরা তার চিকিৎসা দিচ্ছি। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাবিরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রাথমিক তদন্ত চলছে তবে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e