কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ আব্দুর রউফ চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। এক বার্তায় তার পুত্র জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী বলেন, দলীয় সংকীর্নতাকে উর্দ্ধে রেখে কিভাবে এলাকার উন্নয়ন করা যায় সেকথাই চিন্তা করতেন। আমার বাবা তার জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের কল্যানে কাজ করেছেন।
বাবা আমার হাত ধরে মারা গেছেন। সে দিনটি আমার কাছে বড়ই কষ্টের। বাবা হারানোর কষ্ট আমি একুটও ভুলতে পারিনি। প্রতিক্ষণেই আমার বাবার কথা স্মরণ হয়। তিনি আরও জানান, আমার বাবাই শুধু নন, এ জেলার সার্বিক উন্নয়নে যারা অবদান রেখেছেন তাদেরকে যথাযথ মূল্যায়নের দাবী জানান।
অন্যদিকে , কুষ্টিয়ার প্রবীণ মানুষদের সাথে আলাপ করলে দেখা যাই তারা বলেন , কুষ্টিয়ার ইতিহাস লিখতে হলে আব্দুর রউফ এর কথা বলাই বাহুল্য তাকে বাদ দিয়ে ইতিহাস লেখা যাবে না। রাজনীতি করতে হলে যেসকল গুণগুলো থাকা প্রয়োজন সেসব গুণ ছিলো আব্দুর রউফ চৌধুরীর মধ্যে। রাজনীতিবিদ আব্দুর রউফ চৌধুরী ছিলেন নির্লোভ, সৎ ও সাদাসিদে জীবন যাপনকারী একজন মানুষ। তিনি যেমনি ছিলেন সৎ, কর্মঠ আবার তেমনি তিনি ছিলেন সাহসী। দেশ স্বাধীনে তার ভূমিকা ছিল অপরিসীম।