বৈশ্বিক মহামারী করোনা। মানব জীবনাবসানে যার থাবা আর থেমে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল ব্যবহৃত বিষয়, মানব জীবনের অত্যন্ত দুর্বিষহ পরিস্থিতির ক্রান্তিকাল করোনা মহামারীতে আক্রান্ত ব্যক্তি, পরিবার। কত পরিচিত অপরিচিত লোকের চিরবিদায় নিতে হলো এ মহামারিতে এর ইয়ত্তা নেই। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কোল্লাপাথর গ্রামের বীরমুক্তিযোদ্ধা, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কোল্লাপাথর ৫১জন শহীদ মুক্তিযোদ্ধা সমাধির গাইড বলে খ্যাত মোহাম্মদ আবদুল করিম করোনায় আক্রান্ত হওয়ার সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়ে। ঢাকা ডিএনসিসি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। শারীরিক অবস্থা ক্রমান্বয়ে অবনতি দেখা দিলে ২৭ জুলাই সন্ধ্যা ৭,৩০ মি. শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল বুধবার কোল্লাপাথর সমাধীস্থলে নামাযে জানাযা শেষে শহীদ সমাধিতে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। মৃত্যুকালে তিনি ৩ছেলে, ৭কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কোল্লাপাথর সমাধীস্থলের উন্নয়নে তাঁর ভূমিকা ছিলো উল্লেখযোগ্য। সেখানে নির্মিত জেলা পরিষদ ডাকবাংলো, মসজিদ ও অন্যান্য স্থাপনা দেখাশোনা তিনিই করতেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শহীদ স্মৃতি অঙ্গণে আগত দর্শনার্থীদের তিনি সাবলীল ভাষায় ম…