আখাউড়া উপজেলার দেবগ্রাম গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও দৈনিক মানবজমিন পত্রিকার কসবা প্রতিনিধি মোঃ সজল আহমেদ খানের মাতা কাজী মারুফা বেগম (৯৫) গতকাল বুধবার সকাল ১০ঃ৪০ মিনিট সময়ে বার্ধক্যজনিত কারণে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে তার অবদান ছিল উল্লখযোগ্য । এই মহীয়সী নারীর মৃত্যুতে দেবগ্রাম গ্রামে শোকের ছায়া নেমে আসে।
কাজী মারুফা বেগম দেবগ্রাম গ্রামের মরহুম জামশেদ আহমদ খানের স্ত্রী। তিনি মৃত্যুকালে ৭ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদমাগরিব দেবগ্রাম কেন্দ্রীয় মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।