1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

হাসপাতালে জনবল সংকট সমাধানে এগিয়ে এলো দিশা

মোঃ কামরুজ্জামান, কুষ্টিয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ১০৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

করোনার ভয়াবহতা দিন দিন বেড়েই চলছে  যতদিন যাই ততোই যেন এক নতুন রূপ ধারণ করছে নতুন আঙ্গিকে ফিরে  আসছে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে সেই সাথে মৃত্যু মিছিল লম্বা হচ্ছে  ।

 আর করোনা পরিস্থিতির শুরু থেকেই নিরন্তর কাজ করে চলেছে দিশা। করোনা রোগীদের চিকিৎসা সহায়তায় পূর্বের ধারাবাহিকতায় এবার কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২২ জন সার্ভিস স্টাফ যেমন আয়া, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মীসহ ৪র্থ শ্রেনীর বিভিন্ন সেবা কর্মীদের বেতন ভাতাদি প্রদান করবে দিশা। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় দিশার নির্বাহী পরিচালক মো: রবিউল ইসলাম উক্ত বেতন ভাতাদি প্রদানের ঘোষনা দেন। এ সময় কুষ্টিয়া মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডা. দেলদার হোসেন, বিএমএ, কুষ্টিয়ার সভাপতি প্রফেসর ডা. এস এম মুসতানজিদসহ হাসপাতালে করোনা চিকিৎসায় নিয়োজিত অন্যান্য চিকিৎসকগন উপস্থিত ছিলেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা সরঞ্জামাদির ঘাটতি না থাকলেও জনবল সংকট ও তাদের বেতন ভাতাদির অভাবে চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে স্বাস্থ্য সংশ্লিষ্টরা মন্তব্য করেন। করোনা মহামারীর শুরু থেকেই চিকিৎসকদের আবাসন ব্যবস্থা, খাদ্য ও চিকিৎসা সহায়তা, চিকিৎসা সরঞ্জামাদি প্রদান সহ নানাবিধ কল্যাণকর কাজের জন্য স্বাস্থ্য সংশ্লিষ্ট সকলে দিশার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মানব কল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান হিসেবে ভবিষ্যতেও দিশার কার্যক্রম অব্যাহত থাকবে বলে দিশার নির্বাহী পরিচালক মো: রবিউল ইসলাম দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

করোনা মহামারীতে পুরো বিশ্ব আজ থমকে আছে প্রতিনিয়ত আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে আমাদের বাংলাদেশ আজ করোনার  থাবাতে জর্জরিত ৬৪ জেলাতে ভয়াবহ  অবস্থা বিরাজমান করোনা কুষ্টিয়াতে এক ভয়াবহ রূপ ধারণ করেছে যেকোনো মুহূর্তে যে কারোর প্রাণ নাসের কারণ হয়ে দাড়িয়েছে ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e