1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বরগুনা আমতলীতে করোনায় অজ্ঞাত এক যুবক ও এক বৃদ্ধার মৃত্যু

মুনতাসির জিলান তুহিন, বরগুনাঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ১১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

রগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে চিকিৎসারত অবস্থায় অজ্ঞাত এক যুবক (২৮) ও এলাচি বেগম (৬৫) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে।আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, গতকাল (বুধবার) বিকেলে অজ্ঞাত এক যুবককে স্থানীয়রা অসুস্থ্য অবস্থায় চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে করোনা ইউনিটে ভর্তি করেন। আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টার দিকে করোনা ইউনিটে চিকিৎসারত অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।অপরদিকে একইদিন দুপুর সাড়ে ১২ টার দিকে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় অপর রোগী এলাচি বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়।পুলিশ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনাারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহাদাত হোসেন বলেন, করোনায় এক অজ্ঞাত যুবক ও এক বৃদ্ধা নারী মারা গেছেন।আমতলী থানার পরিদর্শক (ওসি) মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অজ্ঞাত যুবকের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে অজ্ঞাত যুবকের মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলাম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e