
এক লম্পটের কুপ্রস্তাব প্রত্যাক্ষান করায় অবশেষে ধর্ষনের শিকার হতে হলো গৃহবধুকে। ঘটনাটি ঘটেছে গত (২৭ জুলাই) মঙ্গলবার রাত সাড়ে তিনটায় বগুড়ার আদমদীঘির ঝাঁখইর জিরাগাড়ীপাড়ায়। এঘটনায় (২৮ জুলাই) রাতে ধর্ষিতা গৃহবধু নিজে বাদী হয়ে আদমদীঘি থানায় ধর্ষন মামলা দায়ের করেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানায়, আদমদীঘির ছোট ঝাঁখইর জিরাগাড়ীর প্রবাসী ওমর ফারুক দীর্ঘ ৬/৭ বছর ধরে বিদেশে চাকুরীর কাজে রয়েছেন। ফারুক হোসেন বিদেশে থাকার সুযোগে একই এলাকার ছোট ঝাখইর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে দুই সন্তানের জনক মোতাহার হোসেন তোফা (৪৫) গৃহবধুকে কুপ্রস্তাব দিয়ে আসতেন। তোফার কু প্রস্তাব প্রত্যাক্ষান করলে ১ বছর পূর্বে ধর্ষক গৃহবধুর ঘড়ে প্রবেশ করে ধর্ষনের চেষ্ঠা করে। এসময় গৃহবধু চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসলে লম্পট তোফা পালিয়ে যায়। এঘটনার জের ধরে গত (২৭ জুলাই) দিবাগত রাতে প্রবাসীর স্ত্রীকে বাড়ীতে একা পেয়ে ধর্ষক তোফা কৌশলে ঘড়ে প্রবেশ করে মুখ চেপে ধরে জোড়পূর্বক ধর্ষন করে। এদিকে ধর্ষিতা চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসলে ধর্ষক তোফা পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনস্থল উপস্থিত হয়ে ধর্ষককে গ্রেপ্তার করেন।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে এঘটনায় ধষর্ণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।