আজ বিকেল ৩টার সময়,,রফিকুল ইসলামের ছেলে মোঃ নাঈম বাবু(৮)।আজ কর্পুরা করিমিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা টিনের চালের উপরে কারেন্টের তার ছিল লিক কিন্তু বাচ্চাটি জানতো না, শট খেয়ে মৃত্যুবরণ করে।কিন্তু বাচ্ছাটা কখন সে টিনের চালের উপরে উঠেছে কেউ তা দেখেনি।হঠাৎ করে মাঠে খেলতে যাওয়া ছেলেরা দেখতে পায়, কিন্তু নাঈম ততক্ষণে সে দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়েছে।মৃত্যুর খবর পেয়ে তার বাবা রফিকুল ইসলাম দৌড়ে এসে এবং এলাকাবাসী বাচ্চাটাকে উদ্ধার করে-গ্রাম্য কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।