ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ বুধবার (৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলার বায়েক ইউনিয়নের কোনাঘাটা গ্রামের ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতালে ওয়ার্ড ভিত্তিক করোনা টিকা কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ পাল, কসবা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহŸায়ক এম জি হাক্কানী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন প্রমুখ।
আজ বুধবার দুপুরে কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ পাল জানান, আইনমন্ত্রী আনিসুল হক উপজেলার বায়েক ইউনিয়নের কোনাঘাটা গ্রামে মা ও শিশু কল্যান হাসপাতালে ওয়ার্ড ভিত্তিক করোনা টিকা কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করেন। তিনি জানান, ওয়ার্ড ভিত্তিক এ কার্যক্রম ৭ আগস্ট থেকে চলবে।